Site icon The Bangladesh Chronicle

করোনা নিয়ন্ত্রণে, ১৩ কোটি মানুষ টিকা নিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

– ছবি – সংগৃহীত


দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘করোনার মধ্যেও দেশ ভালো আছে, অর্থনীতি ও সামাজিকভাবে দেশে এগিয়ে যাচ্ছে। করোনার সফলতা আমরা পেয়েছি। করোনা নিয়ন্ত্রণে আছে, প্রধানমন্ত্রীর সহযোগিতা ও দিক নিদের্শনা ছিল। আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত, প্রায় ১৩ কোটি লোক টিকা নিয়েছে। ’

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু বেখায়ালি হলে চলবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন আমাদের আশেপাশের দেশে করোনা বৃদ্ধি পাচ্ছে। অনেক দেশেই বৃদ্ধি পাচ্ছে আমাদের সেই দিকে লক্ষ রাখা উচিত। সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

ইফতারি অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Exit mobile version