ঢাকা
জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে যেভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার কথা ছিল করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট ও সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে মোজাম্মেল হক বলেন, ‘করোনার কারণে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুকে যেভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার কথা ছিল, আমরা সেভাবে তুলে ধরতে পারিনি।’
সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট এবং কুইজ প্রতিযোগিতা শিশুসহ সব বয়সী মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরির পাশাপাশি মেধার বিকাশ ঘটাবে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর ভাষণে সবকিছুর সমাধান দিতেন। একইভাবে বঙ্গবন্ধুকন্যাও কোনো সমস্যা বা দাবি থাকলে তার সমাধান বাতলে দেন।
এ সময় বাংলাদেশের ভালো অর্জনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা অর্জন করবে এই প্রজন্ম। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে বাংলাদেশে তৈরি ১৫০টি প্রযুক্তি পণ্য দেওয়া হবে।
অনুষ্ঠানে বলা হয়, কুইজে অংশগ্রহণ করতে ২৫ জানুয়ারি থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত bangladesh50.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে। কুইজ সবার জন্য উন্মুক্ত এবং অংশ নেওয়ার জন্য তিনটি গ্রুপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ গ্রুপে আট থেকে ১২ বছর বয়সীরা, ‘খ’ গ্রুপে ১৩ থেকে ১৮ বছর বয়সীরা এবং ‘গ’ গ্রুপে ১৯ বছর থেকে এর বেশি বয়সীরা অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ ১ মার্চ, ‘খ’ গ্রুপ ২ মার্চ এবং ‘গ’ গ্রুপ ৩ মার্চ অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।