Site icon The Bangladesh Chronicle

করোনায় মারা গেছেন ১৮৯ জন ব্যাংকার

করোনায় মারা গেছেন ১৮৯ জন ব্যাংকার – ছবি : সংগৃহীত


বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৯ জন ব্যাংকার মারা গেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজ‌লে ক‌বির।

শনিবার ঢাকার অফিসার্স ক্লাবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান গভর্নর।

তিনি বলেন, করোনার প্রভাবে আমাদেরকে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছিল। দেশের অর্থনীতি গতিশীল রাখতে ওই সময় ব্যাংকের কার্যক্রম সচল রাখ‌তে হ‌য়ে‌ছে। ব্যাংকগু‌লো সম্মুখ সা‌রিতে ছিল। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে গি‌য়ে কিছু ক্ষ‌তিও হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ১৮৯ জন ব্যাংকার মারা গেছেন।

ফজ‌লে ক‌বির আরো বলেন, এখনো চ্যালেঞ্জ মোকা‌বেলায় কেন্দ্রীয় ব্যাংক কাজ ক‌রে যাচ্ছে। ব্যাংকগু‌লোকে সব ধরনের সহ‌যোগিতা ক‌রে আস‌ছে। আগামী‌তেও এ নী‌তি সহায়তা অব্যাহত থাক‌বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তারা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version