বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, কয়েক মাস ধরে বাংলাদেশি মানুষের মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহিতায় আনা উচিত। এর মধ্য দিয়ে তিনি ছাত্রজনতার নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের কথা জোর দিয়ে বুঝিয়েছেন।
ওই সাংবাদিক বাংলাদেশে দুর্গাপুজার সময়ে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয় তুলে ধরেন। জানতে চান, এ বিষয়ে সংখ্যালঘুদের জীবন সুরক্ষিত রাখতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছে কিনা যুক্তরাষ্ট্র সরকার। জবাবে ম্যাথিউ মিলার বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত- এটা আমরা অবশ্যই দেখতে চাই।
এ সময় ওই সাংবাদিক ফ্রান্সভিত্তিক একটি মানবাধিকার বিষয়ক সংগঠন জেএমবিএফের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশে সহিংসতা ও পিটিয়ে হত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি জানতে চান তিনি। জবাবে ম্যাথিউ মিলার বলেন, সুনির্দিষ্ট ঘটনার বিষয়ে আমি কিছু বলতে পারি না। আমি শুধু আপনাকে বলতে পারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মাত্র দু’সপ্তাহ আগে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাক্ষাৎ হয়েছে।
manabzamin