৫ জুন দুপুর ১২টার দিকে ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কয়লা সংকটে পড়ে বন্ধ হয়ে যায়। এর আগেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এসএস পাওয়ারকে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে ৪ তারিখ দিবাগত মধ্যরাতে উৎপাদনে আসে এসএস পাওয়ার। এই বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০-৩৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
এসএস পাওয়ার বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট। এর মধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট পিডিবির অনুরোধে চালু করা হয়েছিল।
এদিকে গতকাল বুধবার টর্নেডোর আঘাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইনে সমস্যা হলে বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট এখনো পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করতে পারেনি। এখন এসএস পাওয়ারের উৎপাদন বন্ধ হয়ে গেলে লোডশেডিং মোকাবিলায় আরেকটি বড় ধাক্কা আসবে।
এসএস পাওয়ারের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পিডিবির অনুরোধে আমরা গত ৫ তারিখ মধ্যরাত থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আসছিলাম। কিন্তু কয়লার জোগান শেষ হয়ে যাওয়ায় আজ রাত ১০-১১টার মধ্যে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা এই বিদ্যুৎকেন্দ্র থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছি।’
সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব আজকের পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘চলমান লোডশেডিং মোকাবিলায় এসএস পাওয়ার থেকে ৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হবে।’
তবে এসএস পাওয়ারের মোস্তাফিজুর রহমান বলছেন, ‘আমাদের বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু না হলে কোনো লাভ নেই। বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা কয়লা পোড়ালে একই সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যে খরচ হচ্ছে—সেটা আমরা পাব না। আমরা বাণিজ্যিক উৎপাদনে না আসা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্র চালাতে চাচ্ছি না। কিন্তু পিডিবির অনুরোধে তীব্র লোডশেডিং সামাল দিতে চালিয়েছিলাম। তা ছাড়া আমাদের এখন কয়লার মজুতও শেষ হয়ে গেছে।’
পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে, এসএস পাওয়ার বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু হতে এখনো দুই মাস লাগবে। পিজিসিবির এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রামের মদুনাঘাট সাবস্টেশন থেকে মেঘনাঘাট সাবস্টেশন পর্যন্ত যে ২১৪ কিলোমিটার সঞ্চালন লাইন তৈরি হচ্ছে, সেটির এখনো ৭ কিলোমিটার কাজ অসমাপ্ত। এই সঞ্চালন লাইন পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত পিডিবি এসএস পাওয়ারকে বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেবে না।’
এসএস পাওয়ারের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমানও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘পিজিসিবি সঞ্চালন লাইন এখনো পুরোপুরি তৈরি করতে না পারার কারণে আমাদের বিদ্যুৎকেন্দ্রটিকে বাণিজ্যিক উৎপাদনে তারিখ দিচ্ছে না।’
এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার আজ রাতে বন্ধের ব্যাপারে জানতে চাইলে পিডিবির সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার বলেন, ‘আমরা জানি, তারা উৎপাদনে থাকবে। পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার পর আমরা এসএস পাওয়ারসহ আরও কিছু কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এনেছি সংকট মোকাবিলা করার জন্য। এই বিদ্যুৎকেন্দ্রটি বন্ধের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।’
তবে পিডিবি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘এসএস পাওয়ার উৎপাদনে থাকার মতো পর্যাপ্ত কয়লার মজুত নেই।’
কয়লা কবে আসবে জানতে চাইলে এসএস পাওয়ারের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই মাসের ১৮ তারিখের মধ্যে কয়লার প্রথম চালান আসতে পারে। প্রাথমিকভাবে ৬০ হাজার টন কয়লা আনার পরিকল্পনা করা হয়েছে।’