কম রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছেড়েছে তিন জাহাজ

Prothom Alo

সাধারণত চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে এনে জাহাজে তোলা হয়। ধর্মঘটের প্রভাবে ডিপো থেকে বুকিং অনুযায়ী রপ্তানি পণ্য বন্দরে আনা যায়নি। ফলে কমসংখ্যক রপ্তানি কনটেইনার নিয়ে বন্দর ছেড়েছে জাহাজগুলো। ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে পাঠাতে না পারায় সেখানেও স্তূপ জমছে।

বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে বলেন, ১৯টি ডিপোতে সোমবার পর্যন্ত রপ্তানি পণ্যের ১০ হাজার ৭০০ কনটেইনারের স্তূপ জমেছে। রোববার রাতে কিছুসংখ্যক কনটেইনার বন্দরে পাঠানো গেলেও সেটি চাহিদানুযায়ী নয়।

জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার পরিবহন ধর্মঘট শুরু করেন মালিকেরা। গতকাল এক বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার পর বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে পণ্য পরিবহনে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাক-কাভার্ড ভ্যানের মালিকেরা। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ধর্মঘট প্রত্যাহার হতে পারে বলে আভাস পাওয়া গেছে।