Site icon The Bangladesh Chronicle

‘কমপ্লিট শাটডাউন’ : রাজধানীর সড়কে যানবাহন কম

mzamin

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এতে রাজধানীর সড়কে যানবাহন একেবারেই কম দেখা গেছে। বৃহস্পতিবার উত্তরা, মোহাম্মদপুর, আসাদগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, আজিমপুর, ফার্মগেট ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাস্তায় গণপরিবহন তেমন দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে অনেকে গন্তব্যস্থানে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকাসায় করে যাচ্ছেন।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় কিছু যানবাহন চলতে দেখা গেছে। যাত্রীরা বলেন, ‘রাস্তায় তেমন গাড়ি নেই, এজন্য বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।’

রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে।

কারওয়ান বাজার মোড়ে বাসের জন্য দাঁড়িয়েছিলেন মো. রেজা নামে একজন বেসরকারি চাকরিজীবী। উত্তরায় যাবেন। তিনি বলেন, অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু পাচ্ছি না। সিএনজিতে ভাড়া বেশি চাচ্ছে। তবে মেট্রোরেল চালু রয়েছে।

সেখানে যাত্রীর চাপ তেমন দেখা যায়নি। অন্যদিকে অনেকে উবার ও পাঠাওয়ে গন্তব্যে যাচ্ছেন।

 

উল্লেখ্য, সারাদেশে আজ বৃহস্পতিবার  ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তারা। গতকাল বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

সেই কর্মসূচির ঘোষণায় বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করছি।

manabzamin

Exit mobile version