Site icon The Bangladesh Chronicle

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রোববার, জানুয়ারি ৯, ২০২২ ০৬:২৯ অপরাহ্ন
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে শতাধিক ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, আজ রোববার বিকেল ৫টার দিকে ক্যাম্পের বি-ব্লকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারি সংস্থার লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ক্যাম্পে বসবাসকারীদের সঙ্গে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক ঘর পুড়ে গেছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, এপিবিএনসহ সরকারি বিভিন্ন সংস্থার লোকজন আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় এই প্রতিবেদন তৈরির সময় আগুন রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে আসেনি।

 

Exit mobile version