Site icon The Bangladesh Chronicle

ওয়েলসকে উড়িয়ে শেষ আটে ডেনমার্ক

ওয়েলসকে উড়িয়ে শেষ আটে ডেনমার্ক – ছবি : সংগৃহীত

প্রথমার্ধে একটু খাপছাড়া। কিন্তু দ্বিতীয়ার্ধে তুমুল আক্রমণাত্মক। দেখা মিলল দারুণ কিছু শটের। শেষের দিকে দুটি আক্রমণ পেল পূর্ণতা। সব মিলিয়ে বড় ও দারুণ জয়ই তুলে নিলে ডেনমার্ক।

ইউরো ফুটবলে শনিবার ওয়েলসকে এক প্রকার উড়িয়ে প্রথম দল হিসেবে শেষ আটের খেলা নিশ্চিত করেছে ডেনমার্ক। শেষ ষোলোর প্রথম ম্যাচে ডেনমার্ক জিতেছে ৪-০ ব্যবধানে। ২০০৪ সালের পর প্রথমবারের মতো শেষ আটে নাম লেখালো ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

২৭ মিনিটে ডেনমার্কের হয়ে প্রথম গোলের সূচনা করেন ক্যাসপার ডোলবার্গ। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনিই পেয়ে যান দ্বিতীয় গোলের দেখা। ডেনিশদের স্কোর লাইন তখন ২-০।

দুই গোল হজমের পর তেতে ওঠার চেষ্টা করে ওয়েলস। সূচনা করে কিছু আক্রমণের। কিন্তু আফসোস, গোলের দেখা মিললো না গ্যারেথ বেলদের। ‍উল্টা শেষের ধাক্কায় আরো দুই গোল খেয়ে বসে দলটি।

৮৮ মিনিটে ডেনমার্ককে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জোয়াকিম মাহলে। ৯০ মিনিটে দশজনের দলে পরিণত হয় ওয়েলস। লাল কার্ড দেখেন হ্যারি ওয়েলসন। সুযোগটা কাজে লাগায় ডেনমার্ক। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ওয়েলসের কফিনে শেষ পেরেক ঠুকেন মার্টিন ব্রাথওয়েট। ৪-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ডেনমার্ক।

ম্যাচে হতাশ করেছে ওয়েলস। ১১টি শটের মধ্যে তারা লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটিতে। সেখানে ১৬ শটের মধ্যে ৮টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল ডেনমার্ক। বল দখলে দুই দল প্রায়ে সমানে সমান। তবে ডেনমার্ক নয়টি কর্ণার আদায় করতে পারলেও ওয়েলসে পেরেছে মাত্র একটি।

Exit mobile version