Site icon The Bangladesh Chronicle

ওয়ার্নারের দাপটে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এল দিল্লি

ওয়ার্নারের দাপটে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এল দিল্লি – ছবি : সংগৃহীত


গত বছর সানরাইজার্স হায়দরাবাদে থেকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। বৃহস্পতিবার এবারের আইপিএলে পুরনো দলকে প্রথম বার সামনে পেয়েই জ্বলে উঠলেন তিনি। তার অবদানেই ২১ রানের জয় পেল দিল্লি ক্যাপিটালস।

ওয়ার্নার অপরাজিত ৯২ রানের ইনিংস খেললেন। একই সাথে গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। টপকে গেলেন ক্রিস গেলকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে সব থেকে বেশি অর্ধশতরানের নজির গড়লেন ওয়ার্নার। এ দিন তিনি ৩৪ বলে অর্ধশতরান করেন। সেই সাথেই গেলকে টপকে গেলেন তিনি। টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ৮৯টি শতরান হল। গেলের রয়েছে ৮৮টি। এর পরে রয়েছেন বিরাট কোহলী (৭৭), অ্যারন ফিঞ্চ (৭০) এবং রোহিত শর্মা (৬৯)।

ছয় বছর আগে হায়দরাবাদকে আইপিএল জিতিয়েছিলেন ওয়ার্নার। তার পর বেশ কয়েক বছর দলের হয়ে ভাল রান করেন। কিন্তু গত মওসুমে খারাপ খেলার কারণে প্রথমে তার থেকে অধিনায়কত্ব কাড়া হয়, তার পর দল থেকেই বাদ দেয়া হয়। সেই দলকে সামনে পেয়ে জ্বলে উঠলেন ওয়ার্নার। অল্পের জন্য শতরান না পেলেও তার খেলা নজর কেড়েছে।

Exit mobile version