Site icon The Bangladesh Chronicle

ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে পরের টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করবে ভারত

ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে পরের টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করবে ভারত। – ছবি : বাসস

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের তৃতীয় আসর শুরু করবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের সাথে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারত।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করেছে।

ডোমিনিকার উইন্ডসর পার্কে ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম দুই আসরের রানার্স-আপ ভারত।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ২০ জুলাই থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাইলফলক স্পর্শ করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচটি দু’দেশের জন্য শততম টেস্ট হবে। এ পর্যন্ত ৯৮টি টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল। দুই ম্যাচের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্ন্তভুক্ত।

টেস্ট শেষে বার্বাডোজে ২৭ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। ২৯ জুলাই দ্বিতীয় ওয়ানডেও হবে বার্বাডোজে। ত্রিনিদাদে পহেলা আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

৩ আগস্ট থেকে ত্রিনিদাদে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ৬ ও ৮ আগস্ট গায়ানায় হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

১২ ও ১৩ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, ‘ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচী ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই সিরিজে কুইন্স পার্ক ওভালে (ত্রিনিদাদ) শততম টেস্ট আয়োজন করছি আমরা। এর মাধ্যমে দুই ঐতিহ্যবাহী দেশের মধ্যে ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দুর্দান্ত উপলক্ষ্য হতে চলেছে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত সিরিজের সূচী :
১২-১৬ জুলাই : প্রথম টেস্ট (উইন্ডসর পার্ক, ডোমিনিকা)
২০-২৪ জুলাই : দ্বিতীয় টেস্ট (কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ)
২৭ জুলাই : প্রথম ওয়ানডে (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
২৯ জুলাই : দ্বিতীয় ওয়ানডে (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
১ আগস্ট : তৃতীয় ওয়ানডে (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
৩ আগস্ট : প্রথম টি-টোয়েন্টি (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
৬ আগস্ট : দ্বিতীয় টি-টোয়েন্টি (ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
৮ আগস্ট : তৃতীয় টি-টোয়েন্টি (ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
১২ আগস্ট : চতুর্থ টি-টোয়েন্টি (লডারহিল, ফ্লোরিডা)
১৩ আগস্ট : পঞ্চম টি-টোয়েন্টি (লডারহিল, ফ্লোরিডা)

সূত্র : বাসস

Exit mobile version