Site icon The Bangladesh Chronicle

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেও সুপার সিক্সে জিম্বাবুয়ে

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেও সুপার সিক্সে জিম্বাবুয়ে। – ছবি : সংগৃহীত

সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার (২৪ জুন) জিম্বাবুয়ে ৩৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই ম্যাচের ফলাফলে সুপার সিক্স নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের।

সমান ৩টি করে ম্যাচ শেষে জিম্বাবুয়ের পয়েন্ট ৬, নেদারল্যান্ডস-ওয়েস্ট ইন্ডিজের ৪ করে। গ্রুপ পর্বে সব ম্যাচ খেলে নেপালের ২ ও যুক্তরাষ্ট্রের ৩ ম্যাচে পয়েন্ট শূন্য। তাই গ্রুপ পর্বের সব খেলা শেষ হবার আগেই টেবিলের শীর্ষ তিনটিস্থানে থেকে সুপার সিক্স নিশ্চিত করল জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডস।

‘এ’ গ্রুপে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও মিডল অর্ডারে ৯৪ বলে ৮৭ রানের জুটি গড়েন রাজা ও রায়ান বার্ল। ৫টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৫০ রান করেন বার্ল। ৫৮ বলে ৬৮ রান করেন রাজা। শেষ পর্যন্ত ইনিংসের ১ বল বাকি থাকতে ২৬৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ৩ উইকেট নেন।

জবাবে ওপেনার হিসেবে হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন কাইল মায়ার্স। ৮টি চার ও ১টি ছক্কায় ৭২ বলে ৫৬ রানে আউট হন তিনি। মিডল অর্ডারে লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক শাই হোপ, নিকোলাস পুরান ও রোস্টন চেজ। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে না পারলে ৩২ বল বাকি থাকতে ২৩৩ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। হোপ ৩০, পুরান ৩৪ ও চেজ ৪৪ রান করেন। জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা ৩টি, ব্লেসিং মুজারাবানি-রিচার্ড এনগারাভা ও রাজা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রাজা।

সূত্র : বাসস

Exit mobile version