Site icon The Bangladesh Chronicle

ওয়ানডেতে আইসিসির নতুন র‌্যাংকিং ঘোষণা, বাংলাদেশের অবস্থান কত?

ওয়ানডেতে আইসিসির নতুন র‌্যাংকিং ঘোষণা – ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে নতুন র‌্যাংকিং ঘোষণা করেছে আইসিসি। এতে তালিকার শীর্ষে আছে ভারত।

গতরাতে ঘরের মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করায় আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান নিশ্চিত হয় ভারতীয় ক্রিকেট দলের।

১১৪ রেটিং নিয়ে সবার ওপরে এখন ভারত। ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় র‌্যাংকিংয়ে চার নম্বরে নেমে গেল নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১১। সিরিজের দ্বিতীয় ম্যাচ হারের পরই শীর্ষস্থান হারিয়েছিলো কিউইরা।

১১৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তৃতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১২।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে- পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ৯৫ রেটিং নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ।

অষ্টম থেকে দশম স্থানে আছে শ্রীলংকা (৮৮), আফগানিস্তান (৭১) ও ওয়েস্ট ইন্ডিজ (৭১)।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও শীর্ষে আছে ভারত।

সূত্র : বাসস

Exit mobile version