Site icon The Bangladesh Chronicle

এস আলম গ্রুপের ২ লাখ ৪২ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এস আলম গ্রুপের ২ লাখ ৪২ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে। এ তথ্য প্রক্রিয়াকরণের বিশালত্ব এতটাই যে সাতজন কর্মকর্তা এক মাস ধরে ১০টি কম্পিউটার ব্যবহার করেও এন্ট্রি সম্পন্ন করতে পারেননি।

সাইফুল আলম

এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা আগারগাঁওয়ের এনবিআর ভবনে ‘মানি লন্ডারিং ও কর ফাঁকি রোধে পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য প্রকাশ করেন।

সিআইসির মহাপরিচালক আহসান হাবিব কর্মশালায় জানান, গত বছরের ৩০ জুন এস আলম গ্রুপের ব্যাংক হিসাবে ৩৬ হাজার কোটি টাকা ছিল, যার বিপরীতে ৬ হাজার ৭৮১ কোটি টাকা সুদ আয় হয়েছে। তিনি উল্লেখ করেন যে এই আয়ের বড় অংশ আয়কর নথিতে দেখানো হয়নি এবং এনবিআর বিষয়টি তদন্ত করছে। পরে প্রথম আলোকে তিনি নিশ্চিত করেন যে তিনি যে শিল্পগোষ্ঠীর কথা বলেছেন সেটি এস আলম গ্রুপ।

কর্মশালায়, আহসান হাবিব ব্যাংক কর্মকর্তাদের সন্দেহভাজন কর ফাঁকিবাজদের সম্পর্কে তথ্য প্রদানে সহযোগিতার আহ্বান জানান। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানও বলেন, এনবিআরের তথ্য প্রদান ব্যাংকের আইনি দায়িত্ব।

বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কমিশনার খায়রুল ইসলাম উল্লেখ করেন যে অনেকের ব্যাংক হিসাব থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ উত্তোলন হচ্ছে, যার উদ্দেশ্য অজানা।

উল্লেখ্য, ৫ আগস্টের পর এনবিআর এস আলম গ্রুপসহ বেশ কিছু শীর্ষ ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

Exit mobile version