Site icon The Bangladesh Chronicle

এস আলমের তেলের মিলে আগুন

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় চিনির ‍গুদামের পর এবার এস আলম গ্রুপের তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, সকালে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৫ মার্চ বিকেল ৩টার দিকে চট্টগ্রামে এস আলমের সুগার মিলের অপরিশোধিত চিনির গুদামে আগুন লাগে। ৬৭ ঘণ্টা পর ওই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সুগার মিলের পোড়া রাসায়নিক বর্জ্য কর্ণফুলি নদীতে পড়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। ভয়াবহ নদী দূষণে পানিতে বিষাক্ত কেমিক্যাল মিশে মরে ভেসে উঠে হাজার হাজার মাছ।

share biz

Exit mobile version