Site icon The Bangladesh Chronicle

এশিয়া কাপ বিষয়ে শ্রীলঙ্কাকে এসিসির আলটিমেটাম

এশিয়া কাপ বিষয়ে শ্রীলঙ্কাকে এসিসির আলটিমেটাম – ফাইল ছবি


আসন্ন এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) তা ২৭ জুলাইয়ের মধ্যে এশিয়া ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানাতে বলা হয়েছে।

টি-টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠেয় এ বছরের এশিয়া কাপ আয়োজক হিসেবে গত মাসে শ্রীলঙ্কার নাম ঘোষণা করা হয়। ২৭ আগস্ট টুর্নামেন্ট শুরু হওয়ার সূচি রয়েছে। তবে দেশটিতে অর্থনৈতিক সঙ্কট, রাজনৈতিক টানাপোড়েন ও বিভিন্ন সমস্যার কারণে তারা এ টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হবে কিনা সে বিষয়ে সন্দেহ সৃস্টি হয়েছে।

তবে একটি সূত্র বলছে, এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা, এজন্য এসএলসি এসিসি পক্ষ থেকে আলটিমেটাম পেয়েছে। ২৭ জুলাইয়ের মধ্যে জানিয়ে দিতে হবে আদৌ শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা।

এশিয়ার পাঁচ দেশ বাংলাদশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা এ টুর্নামেন্টে অংশ নেবে।

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে এসিসির এক কর্মকর্তা বলেন, শ্রীলঙ্কা আদৌ এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা, এখনই তা বলা কঠিন। জানি এই টুর্নামেন্ট আয়োজনে শ্রীলঙ্কা বেশ আগ্রহী। এখনো অনেক সময় আছে। নিয়ম অনুযায়ী তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে, আদৌ তারা টুর্নামেন্টটি আয়োজন করতে পারবে কিনা।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সবচেয়ে কঠিন সঙ্কটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সঙ্কট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশ-ছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত লঙ্কানরা। দেশে গণবিস্ফেরণ ঘটেছে।

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের এশিয়া কাপ অন্য কোনো দেশে হবার সম্ভাবনা অনেক বেশি।

Exit mobile version