Site icon The Bangladesh Chronicle

এশিয়ান কাপ ফুটবলের আয়োজক হতে চায় ৪ দেশ

এশীয় কাপের আয়োজক হতে চায় চার দেশ – প্রতীকী ছবি


কোভিড-১৯ সংক্রমণ বাড়ার কারণে চীন সরে যাওয়ার পর ২০২৩ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে চারটি দেশ। চার বছর পর পর হওয়া এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার ও ইন্দোনেশিয়া।

আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।

করোনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার পর গত মে মাসে ২৪ জাতির এই টুর্নামেন্ট আয়োজন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় চীন। ফলে নতুন আয়োজক দেশের খোঁজে নামে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

আয়োজক হওয়ার আবেদনের জন্য আগ্রহী দেশগুলোকে সময় বেঁধে দেয় মহাদেশীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী শুক্রবার বিডের শেষ তারিখ নির্ধারণ করেছে সংস্থাটি।

এর আগে ২০১৫ সালে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজনের আশা করছে দেশটি।

এদিকে ১৯৬০ সালে টুর্নামেন্টের আয়োজক দক্ষিণ কোরিয়া সবার আগে এই টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল।

২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার অবশ্য এর আগে দুইবার এশিয়ান কাপের আয়োজন করেছিল। ১৯৮৮ ও ২০১১ সালে টুর্নামেন্টটির আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি। তবে এর আগে কখনো এশিয়ান কাপের আয়োজন করেনি ইন্দোনেশিয়া।

আগামী ১৭ অক্টোবর আয়োজক দেশের নাম ঘোষণা করবে এএফসি। ২০১৯ সালে এই টুর্নামেন্টের সর্বশেষ শিরোপাটি জয় করেছিল কাতার।

সূত্র : বাসস

Exit mobile version