Site icon The Bangladesh Chronicle

এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু ১১ সেপ্টেম্বর, জানুন পূর্ণাঙ্গ সূচি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপ ক্রিকেটের দিনক্ষণ। নানা অনিশ্চয়তা ও উত্তেজনার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি এক্সে (সাবেক টুইটার) পৃথক পোস্টের মাধ্যমে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের সূচি প্রকাশ করেন। আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের, যা চলবে ২৮ সেপ্টেম্বর ফাইনাল পর্যন্ত।

ছবি – সংগৃহীত

এবারের আসরের আয়োজক ভারত হলেও রাজনৈতিক বৈরিতার কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে। যদিও টুর্নামেন্টের ম্যাচগুলো আমিরাতের কোন কোন মাঠে অনুষ্ঠিত হবে, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি।

বরাবরের মতোই এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই, যা অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। এই দুই ক্রিকেট পরাশক্তির রাজনৈতিক সম্পর্ক টুর্নামেন্টের আয়োজনে বড় ধরনের প্রভাব ফেলেছিল। গত মে মাসে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিলে এশিয়া কাপ আয়োজন নিয়েই সংশয় তৈরি হয়। এমনকি ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়েও দুই বোর্ড মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত ভারত অনলাইনে সভায় যোগ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তার দুই দিনের মাথায় এসিসি চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন।

বাংলাদেশের মিশন ও গ্রুপ পর্বের বিন্যাস

এবারের আসরে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার ফোর পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে এবং পয়েন্ট তালিকার সেরা দুই দল ২৮ সেপ্টেম্বরের ফাইনালে শিরোপার জন্য লড়বে।

একনজরে গ্রুপ পর্বের সূচি

৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত
১১ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান
১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর ভারত বনাম ওমান

সুপার ফোর ও ফাইনালের সূচি

২০ সেপ্টেম্বর বি১ বনাম বি২
২১ সেপ্টেম্বর এ১ বনাম এ২
২৩ সেপ্টেম্বর এ২ বনাম বি১
২৪ সেপ্টেম্বর এ১ বনাম বি২
২৫ সেপ্টেম্বর এ২ বনাম বি২
২৬ সেপ্টেম্বর এ১ বনাম বি১
২৮ সেপ্টেম্বর ফাইনাল

Exit mobile version