Site icon The Bangladesh Chronicle

ঢাকার কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়ার রহস্য জানালেন নিশাম

বিপিএল খেলতে আগের দিন বাংলাদেশে পা রাখেন কিউই তারকা জিমি নিশাম। রংপুরের অন্য দুই বিদেশি ইমরান তাহির আর রেজা হেনড্রিকস ঢাকা পৌঁছালেন ম্যাচের দিন। চট্টগ্রামের বিপক্ষে রংপুরের একাদশে তারা সকলেই ছিলেন। বিদেশি এই তিন তারকার পারফরম্যান্স অবশ্য ভ্রমণ ক্লান্তির কোনো ছাপই মিলল না। ফ্র্যাঞ্চাইজিটির বড় জয়ে দারুণ ভূমিকাও রাখেন তারা।

বিপিএলে আজকের ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে কিউই অলরাউন্ডার জিমি নিশামের। অভিষেক ম্যাচে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হয়েছেন ম্যাচসেরাও। ব্যাট হাতে ২৬ বলে ৫১ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২ উইকেট। দলও জয় পেয়েছে ৫৩ রানের বড় ব্যবধানে।

কিউই অলরাউন্ডারের কাছে আরও জানতে চাওয়া হয়, গতকাল এসে আজই কিভাবে এত দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিলেন তিনি। জবাবে নিশাম বললেন, ‘এটা আসলে নতুন কিছু না। গত কয়েক বছর ধরেই ক্রিকেটে এমন চলছে। অনেক ভ্রমণ, এখানে ওখানে যাওয়া, টি-২০ লিগের আধিপত্য। আমি আগেও এভাবে খেলেছি, নতুন কিছু না। এই কন্ডিশনেও অতীতে খেলা হয়েছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে হয়ত আপনি নেমেই মারা শুরু করবেন, তবে এখানে আগে উইকেটে কিছুটা সময় কাটাতে হবে মানিয়ে নেওয়ার জন্য। প্রথম ১০ ওভারের কারণে আমার জন্য খেলা সহজ হয়ে গিয়েছিল, ক্রিজে নেমেই চড়াও হতে পেরেছি।’

আইপিএলে একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন নিশাম। সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে তার কাছে আইপিএলে নিয়মিত খেলার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়। এ প্রশ্নে তার জবাব, ‘না নিয়মিত না, আইপিএলেও আমি অনিয়মিত। তবে বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে। দুবাইয়ে টি-টেন, শ্রীলঙ্কায় এলপিএল। একেক লিগ একেক রকম, একেক কন্ডিশন একেকরকম। যত বেশি খেলা যাবে তত বেশি অভিজ্ঞতা হবে, তত বেশি আত্মবিশ্বাস বাড়বে।’

samakal

Exit mobile version