Site icon The Bangladesh Chronicle

এমন অশান্তি দেখার জন্য যুদ্ধ করিনি : হাসান সরকার

এমন অশান্তি দেখার জন্য যুদ্ধ করিনি : হাসান সরকার – নয়া দিগন্ত

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশে এমন অশান্তি দেখার জন্য যুদ্ধ করিনি। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে উন্মুক্ত বিহঙ্গের মতো থাকবো এই আশায় মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু পারষ্পরিক হিংসা বিদ্বেষ ও স্বৈরশাষণের কবলে আমাদেরকে অশান্তির মধ্যে ডুবে থাকতে হবে এমনটি আশা করিনি। রাতের অন্ধকারে ভোট ডাকাতি হবে এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করবে, দেশ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকবে এমন দৃশ্য দেখার জন্য স্বাধীনতা যুদ্ধ করিনি।

তিনি বলেন, মানুষের বাক-স্বাধীনতা, ভোটের অধিকার তথা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরেকটি সংগ্রাম করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার নাম সংগ্রাম। তাতে যদি গুলি খেয়ে মরতে হয় কোনো দুঃখ নেই, শহিদী মৃত্যু কত জনের ভাগ্যে হয়। তবুও সত্যের পক্ষে এবং অন্যায়-অসত্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতেই হবে। যদি থাকে নসিবে, আপনা আপনিই আসিবে।

বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেড ড. মো: সহিদউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: সোহরাব উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সহ-সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, শওকত হোসেন সরকার, বসির আহমেদ বাচ্চু, সাইফুল ইসলাম টুটুল, শাহাদাত হোসেন শাহীন, মোতালেব হোসেন, সাজ্জাদুর রহমান মামুন, মইজ উদ্দিন তালুকদার, বাপ্পি দে, শাহাদাত হোসেন, মনির হোসেন বকুল, মনির হোসেন মনির, নূরুল ইসলাম, জলিল আহমেদ, রবিউল ইসলাম, আব্দুর রহিম মিয়া, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, আব্দুর রাজ্জাক রাজ, মোখলেসুর রহমান, আবুল হাসেম, নজরুল ইসলাম মোড়ল, মো: ইদ্রিস, রাতুল সরকার, সেলিম রেজা প্রমুখ।

Exit mobile version