Site icon The Bangladesh Chronicle

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিরতা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) দুপুর ১২টায় বাংলামোটরস্থ দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় নাগরিক পার্টির লোগো

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে দেশের বর্তমান পরিস্থিতি এবং ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ড. ইউনূসের পদত্যাগের এই গুঞ্জন জোরালো হওয়ার পরই শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

এদিকে, একই সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের দুইজন ছাত্র উপদেষ্টা, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও সাক্ষাৎ করেছেন। এই ধারাবাহিক ঘটনাবলী দেশের রাজনৈতিক মহলে এক ধরনের অনিশ্চয়তা ও উদ্বেগের জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উদ্ভূত পরিস্থিতিতে এনসিপির এই সংবাদ সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Exit mobile version