Site icon The Bangladesh Chronicle

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির অভিযোগ

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৯:২১:৫০

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এই নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতে আবেদন করে, এবং দুদকের পক্ষে আবেদনটি উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান দাখিল করেন। আদালত এই আবেদন গ্রহণ করে আদনান ইমামের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে।

অভিযোগের মধ্যে রয়েছে যে, এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান আদনান ইমাম তার সহযোগীদের সঙ্গে শেয়ারবাজারের কারসাজি ও অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন।

এছাড়া, অনুসন্ধানে গোপন সূত্রের মাধ্যমে জানা যায় যে, আদনান ইমাম বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে তার বিদেশ গমনরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আদালত সিদ্ধান্ত নেয়।

এই নিষেধাজ্ঞা শেয়ারবাজারে কারসাজি এবং মানিলন্ডারিংয়ের মতো অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে গণ্য হচ্ছে।

Exit mobile version