Site icon The Bangladesh Chronicle

একতরফা তফসিল হবে আত্মঘাতী: জামায়াত

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা অবরোধের প্রথম দিন রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত। দলটির অভিযোগ, ঢাকায় ১৪ জনসহ গত ২৪ ঘণ্টায় ৬৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এক বিবৃতিতে দলটি বলেছে, জাতীয় নির্বাচনের একতরফা তপশিল দেশের জন্য আত্মঘাতী হবে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বিবৃতিতে বলেন, আন্দোলন দমনে সরকার কূটকৌশলের আশ্রয় নিয়েছে। দেশের জনপ্রিয় বিরোধী দলগুলোকে পাশ কাটিয়ে তারা গৃহপালিত বিরোধী দল তৈরি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অশুভ চক্রান্তে মেতেছে। দেশে নির্বাচনের পরিবেশ নেই। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এ অবস্থায় একতরফা তপশিল ঘোষণা করা হলে তা হবে দেশের জন্য আত্মঘাতী।

জামায়াতের হিসাব অনুযায়ী, গত ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৬৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গুপ্ত হামলায় নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ১৬ জন।

সমকাল

Exit mobile version