Site icon The Bangladesh Chronicle

এই নির্বাচন দেশের মানুষ মানে না: ইসলামী আন্দোলন

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের নেতারা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল অবৈধ। এই নির্বাচন দেশের মানুষ মানে না। ৭ জানুয়ারি নির্বাচন হতে দেওয়া হবে না। সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক সমাবেশে তারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। নির্বাচনে সহায়তা না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী শুক্রবার বাদ জুমা বিক্ষোভ করবে তারা।

এদিকে সমাবেশ শেষে মিছিল শুরুর সময় পল্টন মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। কাছাকাছি সময়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয় এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আশরাফ আলীর অভিযোগ, কর্মসূচি ভন্ডুল করতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

ইসলামী আন্দোলন ঢাকা উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।

সমকাল

Exit mobile version