Site icon The Bangladesh Chronicle

‘এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল’, হাসিনার দেশত্যাগের দৃশ্য দেখে বলেছিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফাইল ছবিবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফাইল ছবিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ কথা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন জানান, ৫ আগস্ট খালেদা জিয়া বিছানায় শুয়ে শুয়ে টিভিতে খবর দেখছিলেন। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল।’

এক সপ্তাহ পর হাসপাতাল থেকে আজ বুধবার সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হোসেন খালেদা জিয়ার সেই দিনের এমন অনুভূতির কথা জানান।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিনে রেখে তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

ajker patrika

Exit mobile version