কালোকে সাদা বল,
সাদাকে কালো-
বিকৃত মানসিকতায় হয়ে যাচ্ছি নিঃশ্বেষ।।
চোর কে চোর বলা যে দেশে অন্যায়-
মিথ্যার ফুলজুরীর বন্যায়!
চলছে দেশ?
ডিজিটাল আইন এর ভয়ে লেখক কলামিষ্ট ও জনতা আছে বেশ!
বলুনতো এটি কোন দেশ?
বিরোধী দলের প্রতি গুম খুন ও আজগুবি মামলা,
দল থাক দূরে আগে পরিবার ও নিজের জীবনকে সামলা।
বলুন তো এটি পৃথিবীর কোন দেশ?
আধুনিক যোগাযোগ মাধ্যমে দেখছেন জনতা
ভয়ে মুখে কষ্টেপ।
যে যত করবে দূর্নীতি?
শুধু তার ই পদোন্নতি-
নিরীহ জনতা দেখছেন বেশ!
বলুন তো এটি কোন দেশ?
শেয়ার বাজারে সম্পদ করে শেষ,
অনেকেই করেছেন আত্মহত্যা-
দরবেশ কাগু আছেন বেশ!
বলুন তো এটি কোন দেশ?
মাওলানা ভাসানীর দেশ প্রেম?
মুক্তিযুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানী ,মেজর জলিল ও জিয়া সহ বঙ্গবন্ধুর আদর্শের দেশ-
হাজার হাজার কোটি লুটেদারদের কবলে আমরা নিঃশ্বেষঃ
এই তো আমার সোনার বাংলাদেশ।
চুনোপুটিকে ধরেই কি সব শেষ?
রাঘব বোয়ালদের ঝুড়িতে ভাগভাটোয়ারার –
নেই কি কম বেশ??
আহ! আঠারো কোটি জনতা তোমাদের কর্মকাণ্ড দেখে আছে বেশ!
কবে পরিত্রাণ পাবে?
তোমাদের করাল গ্রাস,
ও কালো থাবা থেকে সাধারণ জনগণ ও আমাদের দেশ?
তখন ই স্বাধীন মনে করবে সাধারণ জনতা,
নূতন সূর্যদয়ের স্বাধীনতা-
বাংলাদেশের আঠারো কোটি জনতা থাকবে বেশ!
রাজনৈতিক চরিতার্থ ভুলে,
নিজের স্বার্থকে দূরে ঠেলে-
আবার সংগঠিত হয়ে সবাই মিলে গড়ো নূতন বাংলাদেশ।