Site icon The Bangladesh Chronicle

উন্নয়ন ও বেহেস্ত বিষয়ে শাহজাহান কারিগরের ভাবনা

২০২২-০৮-২৭

দৃকনিউজ প্রতিবেদন
 

শাহজাহান কারিগরের সাথে আমাদের দেখা হলো বেড়ি বাঁধ এলাকার একটি রিকশা গ্যারেজে। সেখানে  কারিগর হিসেবে কাজ করছেন বয়োবৃদ্ধ শাহজাহান । তার নিয়োগকর্তা  হানিফ সিকদার মহাজন মারা যাওয়ার পর গ্যারেজের রিকশা মেরামতের সাথে পাশাপাশি তিনি এখন ম্যানেজারের দায়িত্বও পালন করেন। ৩৬ বছর ধরে রিকশা পেশার সাথে জড়িত শাহজাহান কারিগর তার দীর্ঘ জীবনে দ্রব্যমূল্যের এত উর্ধগতি তিনি দেখেননি। রিকশা মেরামতের প্রতিটি জিনিসের দামও প্রায় দ্বিগুণ বেড়েছে।

শুধু পেশা হিসেবে নয়, রিকশা মেরামতকে তিনি অন্য রকম ভালবাসেন। রিকশার প্রতি মায়া জন্মে গেছে তার, গ্যারেজের প্রতিটি রিকশার সাথেই তার মমতার সম্পর্ক। চোখের জ্যোতি হ্রাস পেয়েছে, তবুও রিকশা, রিকশা  চালকের  ধরন আর শব্দ শুনেই তিনি রিকশার সমস্যা বলে দিতে পারেন।

জীবনটা রিকশার সাথে পার করে দিলেও শাহজাহান কারিগর এবার আর দেশব্যাপী উন্নয়নের অংশীদার শাহজাহান হতে পারছেন না। দৃকনিউজের সাথে শাহজাহান কারিগরের কথা হলো বেহেস্ত ও উন্নয়নসহ নানান বিষয়ে।

Exit mobile version