Site icon The Bangladesh Chronicle

উজরা জেয়ার সঙ্গে বৈঠক করলেন সালমান এফ রহমান

মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সালমান এফ রহমান জানান উজরা জেয়ার সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আন্তরিক পরিবেশে। বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানো সহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান আমরা একমত হয়েছি যে গণতন্ত্রে সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। আসন্ন নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন সালমান এফ রহমান।

আন্ডার সেক্রেটারি উজরা জেয়া আবারো নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। বরং বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বৈঠকে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে সালমান এফ রহমান এক দিনের জন্য যুক্তরাষ্ট্র সফর করেন।

মানব জমিন

 

Exit mobile version