Site icon The Bangladesh Chronicle

ঈদের শুভেচ্ছা জানাল তিন ক্রিকেট বোর্ড

বিশ্বের অধিকাংশ দেশেই আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আগামীকাল বাংলাদেশেও পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎস। আজ পাকিস্তান ও শ্রীলঙ্কায় পালিত হচ্ছে ঈদ। একইভাবে ঈদ পালন করছে এ অস্ট্রেলিয়াও। এই তিন দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই দেওয়া হয়েছে ঈদের শুভেচ্ছা বার্তা।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম ক্রিকেটার উসমান খাজার একটা ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে তারা লিখেছে, ঈদ মোবারক, যারা খুব খুশি এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করছেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও জানানো হয়েছে ঈদের শুভেচ্ছাবার্তা। শুভেচ্ছা বার্তা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও। ফেসবুকে সিংহলিজ ভাষার আদলে ঈদ মোবারক লেখা ছবি শেয়ার করা হয়েছে। বিশ্বব্যাপী মুসলমানদের শান্তি ও খুশির বার্তা দেওয়া হয়েছে ক্যাপশনে।

samakal

Exit mobile version