Site icon The Bangladesh Chronicle

ইসলাম গ্রহণে জোর করেছিলেন আফ্রিদি, ক্যানেরিয়ার এমন অভিযোগে মুখ খুললেন সাবেক অধিনায়ক

– ছবি : সংগৃহীত


পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেশটির আরেক সাবেক ক্রিকেটার দানিশ ক্যানেরিয়া যেসব অভিযোগ করছেন, তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন তিনি। স্পট ফিক্সিংয়ের দায়ে সাজাপ্রাপ্ত সাবেক লেগ স্পিনার ক্যানেরিয়ার অভিযোগ- শহিদ আফ্রিদি তাকে ইসলাম গ্রহণের জন্য জোর করেছিলেন। একইসাথে হিন্দু হওয়ায় তার ওপর আফ্রিদির বিরূপ মনোভাব ছিল।

শুক্রবার শহিদ আফ্রিদির একটি সাক্ষাৎকারের সূত্রে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও জানায়, ক্যানেরিয়ার এসব অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন আফ্রিদি।

সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আজ সে (ক্যানেরিয়া) আমাদের শত্রু দেশে বসে এরকম ধর্মীয় উস্কানিমূলক সাক্ষাৎকার দিচ্ছে। সে যে সময়ের কথা বলছে, তখন আমি নিজেই ধর্ম সম্পর্কে ঠিকঠাকভাবে জানা-শোনার চেষ্টা করছি। সে এসব কথা বলছে, আর তার অব্স্থান কী ছিল?’

বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয় ক্রিকেটার আফ্রিদি আরো বলেন, ‘ক্যানেরিয়া স্পট ফিক্সিংয়ে জড়িয়ে দেশের বদনাম করেছে এবং নিজের ক্যারিয়ার-ই ধ্বংস করেছে।’

শহিদ আফ্রিদির অভিযোগ, ‘সে সস্তা প্রসিদ্ধি ও পয়সা কামানোর জন্য এরূপ অপবাদ ছাড়াচ্ছে।’

তিনি বলেন, ‘দানিশ ক্যানেরিয়া আমার ছোট ভাইয়ের মতো ছিল। আমি তার সাথে কয়েক বছর খেলেছি। আজ ১৫-২০ বছর পর হঠাৎ কেন এসব অভিযোগ তার মনে উঠল? তার চরিত্র সম্পর্কেও তো সবাই জানে।’

আফ্রিদি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘যদি তার সাথে আমার মনোভাব খারাপ-ই ছিল, তাহলে সে কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করলো না? অথচ আজ আমাদের শত্রু দেশে (ভারত) বসে সে এরূপ ধর্মীয় উস্কানিমূলক সাক্ষাৎকার দিচ্ছে।’

সূত্র : জিও নিউজ

Exit mobile version