Site icon The Bangladesh Chronicle

ইসরাইল সফর বাতিল করে দিলো মেসিরা


ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আচরণের কারণে গোটা বিশ্বে সমালোচনার শিকার হতে হচ্ছে ইসরাইলকে। এমন আবহে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার দাবি করেছিল ইসরাইলের দেশের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুসালেম। তবে সম্প্রতি বার্সার পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, তারা জেরুসালেমে গিয়ে কোনো ম্যাচ খেলতে চায় না।

ফলে বাধ্য হয়েই ম্যাচটি বাতিল করা হয়েছে। ম্যাচটি জেরুসালেমের টেডি স্টেডিয়ামে ৪ অগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই প্রীতি ম্যাচে হওয়ার কথা শুনে বার্সেলোনা ফুটবল দলকে বয়কট করার আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনিরা।

ক্লাব বেইতার জেরুসালেমের মালিক মোশে হগেগ বিষয়টি নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে, ম্যাচটি আয়োজনের জন্য তাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছিল। বার্সার জেরুসালেমে না খেলার বিষয়টি অবশ্য বিস্মিত করেছে বেইতারের মালিককে। তার করা ফেসবুক পোস্টের শেষ দিকে হগেগ লিখেন, ‘এই বিষয়টি নিয়ে গর্বিত যে আমি একজন ইহুদি, গর্বিত যে আমি একজন ইসরাইলি।’

Exit mobile version