Site icon The Bangladesh Chronicle

ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান

ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান। – ছবি : সংগৃহীত

আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন দেশের হয়ে ৫টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ হারিস।

সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফমেন্স বিবেচনায় বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ খেলা ক্রিকেটারদের নিয়ে দল সাজানো হয়েছে।

আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপের আসর। ওই টুর্নামেন্টের আগে লাহারে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে পাকিস্তান।

৫০ ওভারের এবারের আসরের এই টুর্নামেন্টে মোট ৮টি ‘এ’ দল খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

১৫ জুলাই নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। এরপর ১৭ ও ১৯ জুলাই যথাক্রমে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে পাকিস্তান।

২১ জুলাই দু’টি সেমি-ফাইনাল এবং ২৩ জুলাই হবে ফাইনাল। ইতোমধ্যে বাংলাদেশের নিজেদের দল ঘোষণা করেছে।

ইমার্জিং এশিয়া কাপের জন্য পাকিস্তান দল : মোহাম্মদ হারিস (অধিনায়ক), উমাইর বিন ইউসুফ, আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাশির খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাশিম আকরাম, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, শাহনেওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম এবং তৈয়ব তাহির।

সূত্র : বাসস

Exit mobile version