Site icon The Bangladesh Chronicle

ইতিহাস গড়তে চান মুরাত ইয়াকিন

সুইস কোচ মুরাত ইয়াকিন। – ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল মানেই সুইজারল্যান্ডের দৌড় দ্বিতীয় রাউন্ড পর্যন্ত। তাদের সামনে লুসাইল স্টেডিয়ামে দারুন সুযোগ পর্তুগালকে হারিয়ে প্রথম বারের মতো কোয়ার্টার ফাইনালে যাওয়ার। সেই সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চান সুইস কোচ মুরাত ইয়াকিন। সংবাদ সম্মেলনে জানান, আমরা এখন ইহিতাস গড়ার অপেক্ষায় আছি। দলে সব সদস্যই পুরোপুরি প্রস্তুত এই ম্যাচ জিতে দলকে প্রথম বারের মতো মেগা আসরটির শেষ আটে নিয়ে যাওয়া।

তিনি যোগ করেন, গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়াকে হারানোটা ছিল ভিন্ন প্রেক্ষাপট। কিছু ফুটবলারের জন্য অন্যরকম আবেগ। এখন আমাদের মিশন পর্তুগালকে হারানো। মাঠে যে আমরা সেরা তা প্রমাণ করতে চাই।

তুর্কি বংশোদ্ভুত মুরাত ইয়াকিনের ভাই হাকান ইয়াকিন সুইজারল্যান্ডের দুই বিশ্বকাপে খেলেছেন। এখন অন্য ভাই বিশ্বকাপে দেশটির কোচ। অথচ আগে তিনি ছিলেন দ্বিতীয় বিভাগ দলের কোচ।

সংবাদ সম্মেলনে জানান, আমি ভাবিনি দল নিয়ে বিশ্বকাপের মতো এতো বড় মঞ্চে আসবো। গর্বিত আমি এই সুইজারল্যান্ডকে নিয়ে। তবে ছয় মাস আগে পর্তুগালকে হারানোর সুখ স্মৃতি সামনে আনতে চান তিনি। জানান, সেটাতো ছয় মাস আগের ঘটনা।

 

Exit mobile version