Site icon The Bangladesh Chronicle

ইজরায়েল হারছে।

ফরহাদ মজহার   29 February 2024
গত বছর অক্টোবর ৬ তারিখে হামাসের সামরিক অভিযানের মধ্য দিয়ে  জায়নিস্ট সেটলার কলোনিয়াল রাষ্ট্র ইজরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের যে লড়াই চলছে তা আন্তর্জাতিক ক্ষমতা ব্যবস্থার ভারসাম্যে গুণগত বদল ঘটিয়ে দিয়েছে এবং দিচ্ছে।
মধ্য প্রাচ্যের রাজতন্ত্র এবং বাংলাদেশের মতো ফ্যাসিস্ট গণবিরোধী শক্তিগুলোর ক্ষমতার ভিত্তিও কেঁপে উঠেছে। ক্ষমতায় থাকার জন্য তারা মুখে ফিলিস্তিনের জনগণের পক্ষে হাওয়া দেয়, অথচ তলে তলে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করণের মধ্য দিয়ে রাজতন্ত্র এবং তাদের একনায়কতান্ত্রিক ফ্যাসিস্ট ক্ষমতা চিরস্থায়ী করবার পরিকল্পনা আঁটে। বাংলাদেশ ব্যতিক্রম না। বাংলাদেশের ফ্যাসিস্ট শক্তিও এই অভিনয়টুকু জানে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য আমাদের বিভ্রান্ত হবার কিছু নাই।
বাংলাদেশের ক্ষমতাসীন ফ্যসিস্ট শক্তি মধ্যপ্রাচ্যের রাজারাজড়া ও ডিক্টেটরদের চেয়ে আলাদা নয়। ফিলিস্তনের পক্ষে ক্ষমতাসীনদের লোক দেখানো সমর্থন দেখানোর ফল আমরা বাংলাদেশের গত নির্বাচনে দেখেছি। জনমতকে সাথে রাখার ক্ষমতায় থাকার জন্য জরুরি। সারা বিশ্ব নৃশংস গণহত্যা বন্ধ ও অবিলম্বে যুদ্ধবিরতির জন্য ঐক্যবদ্ধ। সারা দুনিয়ার তরুণরা ফিলিস্তিনী জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে জেগে উঠছে। তারুণ্যের সবল আবির্ভাব ঘটছে বিশ্বব্যাপী।  তাই বুঝতে হবে ফিলিস্তিনী জনগণের মুক্তির লড়াইয়ের সঙ্গে সারা বিশ্বের জনগণের রাজনৈতিক ভাগ্য জড়িত। মনে রাখা দরকার ওয়াশিংটন, তেল আভিভ ও দিল্লীর বাইরে বাংলাদেশের ক্ষমতাসীন ফ্যাসিস্ট শক্তির স্বাধীন কোন রাজনীতি নাই। তাই বুঝতে হবে ফিলিস্তিনী জনগণের মুক্তির লড়াইয়ের সঙ্গে সারা বিশ্বের নিপীড়িত ও অধিকারহারা জনগণের রাজনৈতিক ভাগ্য জড়িত।
ইজরায়েল হারছে। কমেন্টের লিংকে যুদ্ধের শেষ পরিস্থিতি বোঝার জন্য নেতানিয়ানহুর সাক্ষাৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। ওয়াশিংটন ও তেল আভিভের মধ্যে দূরত্ব বাড়ছে। বিশ্ব পরিস্থিতির পর্যালোচনা অনুসরণ ও বোঝার জন্য যুক্ত থাকুন।
For the video click here.
https://youtu.be/JuSq0ioXTJE?t=3
ফিলিস্তিন দূরের কিছু না। বুঝুন, বুঝতে শিখুন।
Exit mobile version