Site icon The Bangladesh Chronicle

আ.লীগের সঙ্গে জোট করে নির্বাচন করবে বিকল্পধারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট বেধে নির্বাচন করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ। দলটির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন।

সিইসিকে চিঠি দিয়ে দলটির মহাসচিব আবদুল মান্নান জানান, বিকল্পধারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে অংশ নেবে। আমাদের নির্বাচনি প্রতীক হবে আমাদের দলীয় প্রতীক কুলা। পরবর্তীতে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটগত প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ পর্যন্ত (১৭ ডিসেম্বর) চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।

Exit mobile version