Site icon The Bangladesh Chronicle

আসছেন না শাহিন আফ্রিদি, দেশিদের ওপর আস্থা রাখতে বললেন মোসাদ্দেক

আসছেন না শাহিন আফ্রিদি, দেশিদের ওপর আস্থা রাখতে বললেন মোসাদ্দেক। – ছবি : সংগৃহীত

বিপিএল শুরুর আগেই কুমিল্লা শিবিরে দুঃসংবাদ। এবারের বিপিএলে খেলা হচ্ছে না শাহীন শাহ আফ্রিদির। চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পেসার। এর আগে সরাসরি সাইনিং থেকে শাহিন শাহ আফ্রিদিকে দলভুক্ত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শাহিন শাহ আফ্রিদিকে না পেলেও নামে-ভারে বেশ শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আফ্রিদিরই স্বদেশী আরো একাধিক তারকা ক্রিকেটারও আছেন দলে। তবে দলে বিদেশি বড় নাম থাকলেও প্রথমবারের মতো কুমিল্লায় খেলতে আসা মোসাদ্দেক সৈকত বিশ্বাস করেন, ফলাফল এনে দেবে দেশি ক্রিকেটাররাই।

সাংবাদিকদের সাথে দলীয় অনুশীলন শেষে আজ কথা বলেন মোসাদ্দেক। এ সময় তিনি বলেন, `আমি মনে করি, লোকালদের সুযোগ অনেক বেশি। তাদের ওপর সব দলগুলোই নির্ভরশীল। আমাদের দলও লোকালদের ওপর নির্ভর করেই করেছে। তাই আমাদের লোকালদের ওপর প্রত্যাশা থাকবে বেশি। আমরা যত ভালো পারফর্ম করব, দল ততই ভালো রেজাল্ট করবে।’

কেনো এবার বিদেশি ক্রিকেটার রেখে দেশীয় ক্রিকেটাররাই ম্যাচের ভাগ্য গড়ে দিবেন বিশ্বাস তার, তাও খোলাসা করেছেন মোসাদ্দেক। তিনি বলেন ‘একটা সময়ে আমরা বিদেশি নির্ভর ছিলাম। ফলে ওই সময়টাতে আমাদের পারফর্ম করা কঠিন হয়ে যেত। কিন্তু এই সময়টাতে প্রত্যেকটা দলের বিদেশি ক্রিকেটাররা আসা যাওয়ার মধ্যে থাকবে।’

এ সময় মোসাদ্দেকের কথায় ফের ভেসে উঠে বিপিএলের মানহীনতা৷ আর উঠে আসে প্লেয়ার সঙ্কটের কথা। ভালো মানের বিদেশি জুটেইনি, পাকিস্তান, আফগানিস্তান আর শ্রীলঙ্কাই ছিল ভরসা। তবে শেষ মুহূর্তে এসে গড়িমসি করছে শ্রীলঙ্কাও। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটাররা আসলেও যে তাদের খুব সময়ই দেখা যাবে বিপিএলে, তা অনেকটা নিশ্চিত মোসাদ্দেকের এই মন্তব্যে।

মোসাদ্দেক বলেন, ‘খুবই অল্প কয়েকজন বিদেশি আছে, যারা পুরো টুর্নামেন্ট খেলবে। বাকি যারা আছে, সবাই আসা-যাওয়ার মাঝেই থাকবে। ফলে এটা প্রত্যাশা করা খুবই কঠিন, বিদেশি খেলোয়াড়রা এতো অল্প সময়ে এসে দলের সাথে মানিয়ে ভালো কিছু করে দেবে।`

Exit mobile version