Site icon The Bangladesh Chronicle

আল নাসরকে ফাইনালে তুলে শিরোপায় চোখ রোনালদোর

ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদ্‌যাপন। গতকাল রাতে সৌদি সুপার কাপ সেমিফাইনালেএক্স

অগণিত ভক্ত–সমর্থকেরা যেভাবে চান, ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক সেভাবেই ফিরেছেন। প্রথমে গোল বানিয়েছেন, এরপর নিজে গোল করেছেন। তাঁর নৈপুণ্যেই গতকাল রাতে আল তাউনকে ২–০ গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর।

নতুন মৌসুমের শুরুতেই শিরোপার হাতছানি। রোনালদো এর চেয়ে ভালো আর কী চাইতে পারতেন? পর্তুগিজ কিংবদন্তির চোখও এখন শিরোপায়। আগামী শনিবার ফাইনালে আল নাসরের মুখোমুখি হবে সৌদি আরবের সফলতম দল আল হিলাল, যারা এই আসরের বর্তমান চ্যাম্পিয়নও। তবে দলকে ফাইনালে তোলার পর রোনালদো একরকম হুংকারই দিয়ে রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘সুপার কাপের ফাইনালে আমরা আসছি!’

আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে কাল দ্বিতীয় সেমিফাইনালের ৮ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনালদোর পাস থেকে গোল করেন আয়মান ইয়াহিয়া।

বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সুলতান আল ঘানামের পাস থেকে বল পেয়ে ডান পাশের কিনারা দিয়ে জাল খুঁজে নেন রোনালদো; যা বর্ণাঢ্য ক্যারিয়ারে তাঁর ৮৯৬তম গোল। কাল ট্রেডমার্ক ‘সিউ…’ উদ্‌যাপনের আগে হাত দুটি মেলে রোনালদো যেন বোঝাতে চেয়েছেন, বুড়িয়ে গেলেও এখনো ফুরিয়ে যাননি।

যোগ করা সময়ে অবশ্য আল নাসরকে বড় ধাক্কা খেতে হয়। জাতীয় দল ক্রোয়েশিয়াকে বিদায় বলে দেওয়া মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচ ৯৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াদের ক্লাবটি। তবে বাকি ৪ মিনিটে আল নাসরের কোনো বিপদ হয়নি।

রোনালদোর সামনে শনিবার আল নাসরের হয়ে দ্বিতীয় ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন, যা ছিল ক্লাবটির হয়ে তাঁর প্রথম শিরোপা।

prothom alo

Exit mobile version