Site icon The Bangladesh Chronicle

আল-জাজিরা বন্ধ করতে চায় ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসকে সহযোগিতার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা নিউজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি। রোববার ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান তিনি। খবর টিভিপি ওয়ার্ল্ডের

শালোমা কারহি জানান, ইসরায়েলে হামাস আক্রমণের শুরুর দিন থেকে আল-জাজিরা একপেশে নিউজ করে আসছে। তাই ইতিমধ্যে সংবাদমাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়ার প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।

ইসরায়েলের তথ্যমন্ত্রী বলেন, ‘এই নিউজ স্টেশনটি নিয়মিত উসকানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে এবং এসব সংবাদ ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আল-জাজিরা যতখানি সংবাদমাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।’

সমকাল

Exit mobile version