Site icon The Bangladesh Chronicle

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১০২ কোটি টাকার লেনদেন

bonikbarta.net

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১০২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্যাংকটির ৪ কোটি ২৮ লাখ শেয়ার ২৩ টাকা ৯০ পয়সা দরে তিনবার হাতবদল হয়েছে। সব মিলিয়ে ডিএসইর ব্লক মার্কেটে গতকাল ১৬১ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১৯৯৮ সালে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬৪ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫২৫ কোটি ১৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৬ কোটি ৪৯ লাখ ২ হাজার ১৮৫। এর মধ্যে ৪৫ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৪২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৪৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৬ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

Exit mobile version