ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১
নতুন করে সাজিয়ে তোলা হয়েছে রাজধানীর পল্টন অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। যে কারণে সন্ধ্যার পর অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয় এলাকা জুড়ে। নেতাকর্মীদেরও ভিড় বাড়ে।
জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। ভবনের সামনে বসানো হয়েছে বড়পর্দার টেলিভিশন। যেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সচিত্র প্রামাণ্যচিত্র সারা বছর প্রদর্শন করা হবে। রাতে আলোকসজ্জিত করা হয়েছে নয়াপল্টন কার্যালয়।
সোমবার রাত ৮টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোতাম টিপে এই সাজ-সজ্জা, বই মেলা ও চিত্র প্রদর্শনীর কর্মসূচির উদ্বোধন করেন।
কার্যালয়ের সামনে যে সব ব্যানার-ফেস্টুন ছিল তা সরিয়ে ফেলা হয়েছে। ভবনের সামনে আইল্যান্ডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা টানানো হয়েছে।