- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৪, আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৪
ঘরে মাঠে আরো একবার ওয়ানডে সিরিজ হার টাইগারদের। এর আগে ঘরের মাঠে গত সাত বছরে মাত্র একটি সিরিজ হারা বাংলাদেশ চলতি বছরই তিনবার পেল এই তিক্ত স্বাদ। ইংল্যান্ড, আফগানিস্তানের পর এবার নিউজিল্যান্ডের কাছেও ধরাশায়ী বাংলাদেশ। বিশ্বকাপের আগে এমন পরিনতি কেউই প্রত্যাশা করেনি।
মঙ্গলবার মিরপুরে আগে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে ১৭১ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ৩৪.৫ ওভারে ৭ উইকেট আর ৯১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউইরা। একই সাথে নিশ্চিত করে সিরিজও। ২০০৮ সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ।
এ দিন জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো টস করতে আসেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার। টসেও জিতেন তিনি, সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার।
তবে আগে ব্যাট করতে নেমে ধসের মুখে পড়ে বাংলাদেশের ইনিংস। দলের দুই ওপেনারই ছিলেন ব্যর্থ। তানজিদ তামিম ৬ ও অভিষিক্ত জাকির হাসান ফেরেন ১ রানে। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর একাই চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। যেখানে শেষ করেছিলেন এশিয়া কাপ, সেখান থেকেই যেন শুরু করলেন। অপর প্রান্তে যখন বারবার বদলাচ্ছে সাথী, একাই ধরে রেখেছেন হাল নিজের মতো। অধিনায়কের মতোই পথ দেখিয়েছেন সামনে থেকে।
শেষ পর্যন্ত অষ্টম উইকেট হিসেবে ফেরেন শান্ত। তিনি ছাড়া বাকিদের মাঝে সর্বোচ্চ ২১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে আসে সমান ১৮ রান। দুই অঙ্কের ঘরে গেছেন আর কেবল মেহেদী হাসান ১৩।
এরপর বল হাতেও দিনটা ভালো যায়নি বাংলাদেশের। পাওয়ার প্লের শেষ ওভারে শরিফুলের জোড়া আঘাত, আর ৩০তম ওভারে উইল ইয়ংকে নাসুমের ফেরানোই ছিল বল হাতে টাইগারদের সফলতা। সাচ্ছন্দ্যেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ১৫ ওভার হাতে রেখেই নিশ্চিত করে জয়।
কিউইদের পক্ষে জোড়া ফিফটি হাঁকান উইল ইয়ং ও হ্যানরি নিকোলস। ইয়ং ৮০ বলে ৭০ করে আউট হলেও ৮৬ বলে অর্ধশতক হাঁকিয়ে জয় নিশ্চিত করেন নিকোলস। তাছাড়া ২৮ রান করেন ওপেনার ফিন এলেন ও ২৩ রানে অপরাজিত থাকেন টম ব্লান্ডেল।