Site icon The Bangladesh Chronicle

আয়ারল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটালেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান – ফাইল ছবি

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের প্রথম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। উদ্বোধনী জুটির স্টিফেন ডুহানিকে সাজঘরের পথ দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান।১৬ বলে মাত্র ৪ রান আসে তার ব্যাটে। জুটি ভেঙেছে ৫.২ ওভারে দলীয় ১৭ রানে।

রোববার চেমসফোর্ডের এ ম্যাচে শুরু থেকেই দারুণ বল করতে থাকেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভার মেইডেন দেন এই পেসার। আর তৃতীয় ওভারে এসে স্লিপে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন ডুহানিকে।

এই মুহূর্তে আইরিশদের রান ১৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৩। পল স্টার্লিং ৩৯ বলে ৩৩ ও অধিনায়ক এন্ড্রি বালবির্নি অপরাজিত আছেন ৪১ বলে ২৫ রানে।

এর আগে আইরিশদের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৭৪ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৯ রান আসে অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে। ৪৫ রান করেন মুশফিকুর রহিম।

Exit mobile version