Site icon The Bangladesh Chronicle

আমীর খসরু: সংসদ ছাড়া সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পরিবর্তন সম্ভব নয়

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির মতো বড় ধরনের সাংবিধানিক পরিবর্তন সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত সংসদ ছাড়া কেউ নিতে পারে না। জনগণের মতামতের ভিত্তিতে সংসদের মাধ্যমে পাস করাতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বুধবার (০২ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে যেসব আলোচনা চলছে, তা পরবর্তী নির্বাচনের পর সংসদে গিয়েই চূড়ান্ত করতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া এটি চাপিয়ে দেওয়া যায় না।”

তিনি উদাহরণ টেনে বলেন, “আমরা যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দলের ঐকমত্য ছিল এবং তা সংসদে পাস হয়েছিল।”

বিএনপির এই নেতা বলেন, “কোনো দলের এই বিষয়ে ইচ্ছা থাকলে, তাদের উচিত জনগণের ভোটে বৈধতা নিয়ে সংসদে গিয়ে সেই ইচ্ছার বাস্তবায়ন করা। মৌলিক কোনো পরিবর্তন কখনোই একটি বিশেষ সময় বা সভায় চাপিয়ে দেওয়া যায় না।”

সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে আমীর খসরু বলেন, “সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করা, দুই বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা—এসব তো বিএনপিরই প্রস্তাব। তাহলে প্রশ্ন আসে—ঐকমত্য হয়নি কোথায়?”

তিনি যোগ করেন, “আমরা বাকশাল চাই না, সব বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয়। যা সম্ভব, তা ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। বাকিগুলো জনগণের রায়ের মাধ্যমে ঠিক হবে।”

জুলাই-আগস্টের গণআন্দোলন এবং বিএনপির ভবিষ্যৎ কৌশল প্রসঙ্গে আমীর খসরু বলেন, “ঐ সময় যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, তাদের সঙ্গেও আলোচনা চলছে। নির্বাচনের পর রায় পেলে ৩১ দফাসহ সকল সংস্কার সবাই মিলে বাস্তবায়ন করতে হবে।”

সূত্র: বাসস

Exit mobile version