Site icon The Bangladesh Chronicle

আবেগহীন হয়ে বিশ্বকাপে যাবার পরামর্শ হেরাথের


এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মাঠে নেমে গেছে বাংলাদেশ দল। নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিয়েছে পুরোদমে। যদিও জাতীয় দলের সব কোচিং স্টাফ এখনো এসে সারেনি, তবে এসে গেছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ছিলেন দলের সাথে বিশ্বকাপ ট্রফির সাথে আনুষ্ঠানিক ফটো সেশনেও।

মঙ্গলবার (৮ আগস্ট) দলের অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের সাথেও কথা হয়েছে হেরাথের। যেখানে এই লঙ্কান কিংবদন্তী শিষ্যদের পরামর্শ দিয়েছেন আবেগে নিয়ন্ত্রণ আনতে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আবেগের চেয়ে লক্ষ্য সুদৃঢ় রেখে এগিয়ে যাওয়া প্রয়োজনীয় বলছেন তিনি।

তিনি বলেন, ‘বিশ্বকাপে যেকোনো সময় আবেগ দেখা দিতে পারে। তবে সিদ্ধান্ত নেবার সময় সঠিকটাই নিতে হবে। কেননা আমরা বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে আছি। তাই আমাদের একটি একটি ম্যাচ ধরে এগোতে হবে। আবেগী হওয়া যাবে না। আমাদের ট্যাকটিক্যাল হতে হবে এবং মন থেকে ভালো সিদ্ধান্ত নিতে হবে।’

শিষ্যরা তার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে বলে ধারণা হেরাথের। সেই সাথে আলাদা করে প্রশংসা করলেন সাকিব, মুশফিক ও তাওহীদ হৃদয়ের। বলেন, ‘আমাদের এমন ক্রিকেটারের কথা ভাবতে হবে যারা এই সময়ে ভালো করেছে। বিশেষ করে সাকিব, মুশফিক, হৃদয়। তবে আমি নিশ্চিত, সব ছেলেই চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছে।’

আবহাওয়া প্রায় একই হওয়ায় বাংলাদেশ দল ভারতেও সুবিধা পাবে বলে মনে করেন হেরাথ। বলছিলেন, ‘আমি নিশ্চিত, ভারতের কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে খেলার মতো সামর্থ্যবান ক্রিকেটার আমাদের কাছে। কারণ কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই।’

স্পিনারদের নিয়েও বেশ আশাবাদী হেরাথ, বলছেন বিশ্বকাপে বেশ প্রভাব থাকবে স্পিনারদের।

হেরাথ বলেন, ‘বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে। সাকিব, মেহেদির সাথে আরো কিছু স্পিনার থাকবে দলে। আমি নিশ্চিত, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যেকোনো পরিস্থিতি সামাল দেয়ার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্য তাদের আছে।’

Exit mobile version