Site icon The Bangladesh Chronicle

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং ‘একতরফা’ তপশিল ঘোষণার প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে আরও দু’দিন অবরোধ ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) দেশজুড়ে অবরোধ পালন করবে দলটি।

সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।

বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর এ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এবার ফের অবরোধ কর্মসূচিতে ফিরছে বিএনপি।

সমকাল

Exit mobile version