Site icon The Bangladesh Chronicle

আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিলো শ্রীলঙ্কা

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের একটি দৃশ্য। – ছবি : সংগৃহীত

এশিয়া কাপের চলতি আসরের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে। সেদিন জয়ের হাসি হেলেছিল আফগানরা। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচেও তারা আবার মুখোমুখি। তবে শারজাহ মাঠে আজ প্রতিশোধের হাসি হেসেছে লঙ্কানরা।

টসে জিতে প্রথমে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। ব্যাট হাতে নামেন হজরতুল্লাহ জাজাই ও রহমতুল্লাহ গুরবাজ। হজরতুল্লাহ ১৬ বলে ১৩ রান করে বিদায় নিলে ইব্রাহিম জরদান এসে জুটি বাঁধের গুরবাজের সাথে। এ জুটিই এগিয়ে নিতে থাকে দলকে। ৬৪ বল মোকাবেলা করে তারা সংগ্রহ করেন ৯৩ রান।

এক উইকেটেই ১৫ ওভার খেলে ফেলে আফগানিস্তান। পরে ১৫.৩ ওভারে পতন ঘটে গুরবাজের। এর পর ২০ ওভার সম্পন্ন করতে পতন ঘটে মোট ৬ উইকেটের। মোট সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রান।

শ্রীলঙ্কার হয়ে উইকেটগুলো নেন দিলশান মাদুসানকা (২), আসিথা ফার্নান্দো (১) ও মহিস থিকসানা (১)।

চ্যালেঞ্জিং টার্গেট অতিক্রম করতে শ্রীলঙ্কাকেও সমান ঘামই ঝরাতে হয়। মাত্র ৫ বল বাকি থাকতে জয়ের দেখা পায় লঙ্কানরা। উইকেটও হারায় সমান সংখ্যক (৬টি)। ফলে ৪ উইকেটে জয় তুলে মাঠ ছাড়ে দাসুন শানাকা বাহিনী।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন ‍দুই ওপেনার কুশাল মেন্ডিস (৩৬) ও পাথুম নিসঙ্ক (৩৫)। এছাড়া ৩৩ রান আছে দারুশক গুনাথিলাকার।

আফগানিস্তানের হয়ে উইকেটগুলো নেন মুজিবুর রহমান (২), নবীন উল হক (২), রশিদ খান (১) ও মোহাম্মদ নবী (১)।

Exit mobile version