Site icon The Bangladesh Chronicle

আফগানদের হারের কারণ জানালেন রশিদ

সংবাদ সম্মেলনে রশিদ খান। ছবি : এএফপি

শেষ ওভারে পেসার করিম জানাতের হ্যাটট্রিকে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল আফগানিস্তান। তবে, শেষমেশ স্নায়ুচাপ ধরে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়-শরিফুলরা। ওয়ানডে সিরিজের দাপুটে পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতে এমন শুরু কিছুতেই মানতে পারছেন না আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

আফগান অধিনায়ক আরও যোগ করেন, ‘আমাদের আরও ২০ থেকে ২৫ রান বেশি হলে ভালো হতো। প্রথম সারির ব্যাটসম্যানরা একটু সাবধান হলে সেটি সম্ভব ছিল। যদিও মনে হয়েছিল এই রান যথেষ্ট। তবে, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো সময়ে ম্যাচ বের হয়ে যেতে পারে। নবি দায়িত্ব নিয়ে খেলা চালিয়ে গেছে এবং খেলাটিকে জমিয়ে তুলেছে। তার হাফ সেঞ্চুরি অসাধারণ ছিল। এভাবেই সবাইকে দায়িত্ব নিতে হবে।’

প্রথম টি-টোয়েন্টি হেরে পিছিয়ে পরলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল, এমনটাই বিশ্বাস রশিদের। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামীকাল রোববার (১৬ জুলাই)। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।

Exit mobile version