Site icon The Bangladesh Chronicle

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্তঃ মাওলানা আবুল কালাম আযাদ প্রকাশ্যে আসলেন

দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে আসলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ ”বাচ্চু রাজাকার”। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান এই রায় ঘোষণা করেছিলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল প্রথম রায়।

এতদিন মাওলানা আবুল কালাম আযাদ নিজেকে আড়াল করে রেখেছিলেন। সবাই মনে করেছিল, মারা গেছেন বা মেরে ফেলা হয়েছে। অবশেষে তিনি প্রকাশ্যে আসলেন।

গতকাল শনিবার প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে এসেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, তাকে মামলায় জড়ানোর পিছনে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তিনিই সবকিছু করেছেন। আমি ইসলামিক প্রোগাম করার কারণে আমার ওপর শাহরিয়ার কবির ও ইনু রাগান্বিত ছিলেন। আমার বিরুদ্ধ সকল অভিযোগই মিথ্যা ছিল।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, ‘বাচ্চু রাজাকার’এর বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তার মধ্যে সাতটিতেই তিনি দোষী সাব্যস্ত হন। তিনটিতে ‘বাচ্চু রাজাকার’কে মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সে সব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয়েছে।

আরও বলা হয়, তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৪ জনকে হত্যা, তিন নারীকে ধর্ষণ, নয়জনকে অপহরণ, ১০ জনকে আটক রাখা, পাঁচ বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

Bangla Outlook

Exit mobile version