কলকাতা বইমেলার উদ্বোধন হলো
এর আগে ২২ জানুয়ারি বইমেলায় আদর্শকে স্টল বরাদ্দ না দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানায় বাংলা একাডেমি। এরপর ২৪ জানুয়ারি এ বই প্রদর্শন ও বিক্রি থেকে বিরত থাকার কথা জানিয়ে একুশে বইমেলায় স্টল বরাদ্দ চেয়ে আবেদন করেন আদর্শের প্রকাশক। সেই আবেদনেও সাড়া দেয়নি বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
গতকাল রোববার আদর্শের প্রকাশক মাহবুবুর রহমানকে একটি চিঠি পাঠায় বাংলা একাডেমি। চিঠিতে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ২৯ জানুয়ারি বিকেলে বইমেলা পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আদর্শের ২৪ জানুয়ারির আবেদন উপস্থাপন করা হয়। সব দিক বিবেচনা করে বইমেলা পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ প্রদান না দেওয়া নিয়ে পূর্বের সিদ্ধান্তই বহাল রেখেছে।
অবিলম্বে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের দাবিতে শাহবাগে কর্মসূচি
উল্লেখ্য, কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হয়েছে সোমবার। বেলা দুইটায় কলকাতার সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে ‘বইমেলা প্রাঙ্গণে’ মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ মেলার আয়োজন করেছে কলকাতার পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।