আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, সাবেক এমপি নদভীর বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাঁকে আদালতে তোলা হবে।
এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশীতা ইকবাল নদীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই তারেক মোহাম্মদ মাসুদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে মহানগর কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে ফারজানা ইয়াসমিন (রাখি) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন– বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সাবেক ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভন। গত ১৪ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে।
জানা গেছে, ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর পান্থপথ এলাকায় এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ আসামি ছাত্রলীগের ব্যানারে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল বের করে। এ সময় তারা উস্কানিমূলক স্লোগান দেয়।